আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠায়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
ফ্রান্সের প্যারিসে অলিম্পিকের আসর বসবে ২০২৪ সালের ২৬ জুলাই। এর এক বছর আগেই সদস্য দেশগুলোকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে ইন্টারন্যশনাল অলিম্পিক কমিটি।
ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার ও রাশিয়ার সহযোগি দেশ বেলারুশকে চিঠি পাঠায়নি বলে জানিয়েছে আইওসি। তবে রাষ্ট্র অংশ নিতে না পারলেও অলিম্পিক পতাকার অধিনে নির্দিষ্ট ইভেন্টে পারফর্ম করার সুযোগ থাকছে দেশ দুটির ক্রীড়াবিদদের।
এছাড়া সদস্যপদ স্থগিত থাকায় মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালাকেও আমন্ত্রণ পাঠানো হয়নি।
ট্রেন্ডিং গানে মন মাতানো ড্যান্স দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললো ছোট্ট খুদে
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকের মাধ্যমে ১২ বছর পর ইউরোপে ফিরছে অলিম্পিক। সর্বশেষ ২০১২ সালে অলিম্পিক হয়েছিল লন্ডনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।