লাইফস্টাইল ডেস্ক : যারা এরই মধ্যে পাসপোর্ট করেছেন। কিন্তু তাতে কোনো ভুল তথ্য সন্নিবেশিত হলে কীভাবে সংশোধন করতে হবে, তা হয়তো অনেকেই জানেন না। তাদের জন্য আজকের এই বিশেষ আয়োজন। পাসপোর্টের ভুল তথ্য সংশোধন করতে প্রথমেই আপনার যে বিষয়টি জানতে হবে তা হলো পাসপোর্ট সংশোধন করতে হলে আপনার ইস্যু করা পাসপোর্টে নতুন করে তথ্য সংশোধনের সুযোগ নেই। বরং ভুল তথ্য সংশোধনের জন্য আপনাকে পুনরায় নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে।
আপনার যদি প্রথম করা পাসপোর্টেই ভুল তথ্য আসে তবে সে ভুল তথ্য দেয়া পাসপোর্ট দেখিয়ে নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে। ভুল সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট রিনিউ অপশনে ক্লিক করতে হবে।
অনলাইনে বাংলাদেশ ই-পাসপোর্ট https://www.epassport.gov.bd ঠিকানায় পাসপোর্ট রিনিউ করার সুযোগ রয়েছে। ভুল তথ্যের পাসপোর্টটি তৈরি করতে আপনাকে যতটি ধাপ পেরোতে হয়েছে পাসপোর্ট সংশোধনীর জন্য ঠিক ততটি ধাপই আপনাকে পেরোতে হবে।
তবে এ ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাগজপত্রের ডকুমেন্ট বেশি লাগবে। যেমন: পাসপোর্টের ভুল তথ্য সংশোধনের জন্য আপনার সর্বমোট যে কয়টি ডকুমেন্ট লাগতে পারে সেগুলো হলো–
১। আপনার তথ্য যাচাইয়ের জন্য লাগবে NID ( জাতীয় পরিচয়পত্র) কপি।
২। পাসপোর্ট সংশোধনের জন্য পাসপোর্ট অফিসে একটি লিখিত আবেদন।
৩। একটি অঙ্গীকারনামা। এই প্রক্রিয়া আপনি পাসপোর্ট অধিদফতরের ওয়েবসাইট অথবা পাসপোর্ট অফিসে গিয়ে সরাসরি করতে পারেন।
৪। পুরাতন পাসপোর্টের কপি।
৫। শিক্ষিত হলে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি।
৬। বিদেশে দূতাবাসে আবেদন করা হলে Permanent Resident Card/Job ID Card/Student ID Card/Driving License কপি।
৭। নাগরিক কপি, পেশা প্রমাণের কপি, বৈবাহিক অবস্থার কপি, রি ইস্যু ফরম এবং পেমেন্ট স্লিপ।
এসব কপির মাধ্যমে আপনার পাসপোর্টের ভুল সংশোধনের সুযোগ রয়েছে। আপনার আবেদনের পর পাসপোর্ট অফিস প্রদত্ত তথ্য যাচাই করবে। তাই অবশ্যই আপনার জমা দেয়া কাগজপত্র অনুযায়ী পাসপোর্টের জন্য তথ্য জমা দিন।
মূলত নিজের নাম, বাবা-মায়ের নাম, বৈবাহিক অবস্থা, পেশা ও ঠিকানার নাম পাসপোর্টে সংশোধন করতে হলে তথ্য পরিবর্তন অনুযায়ী ডকুমেন্ট জমা দিতে হয়।
পাসপোর্ট সংশোধনের জন্য আলাদা কোনো ফি নির্ধারণ করা হয়নি। যেহেতু ভুল সংশোধনের জন্য আপনাকে নতুন করে পাসপোর্ট রিনিউ করতে হচ্ছে, তাই এটি নতুন পাসপোর্ট তৈরি করতে যত টাকার প্রয়োজন হয় সে টাকাই আপনাকে জমা দিতে হবে।
পাসপোর্ট ফি: বর্তমানে পাসপোর্ট অফিসের সিদ্ধান্ত অনুযায়ী–
* ৫ বছর মেয়াদি ৪৮ পেজের ই-পাসপোর্টের রেগুলার ফি ৪০২৫ টাকা, এক্সপ্রেস ফি ৬৩২৫ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ৮৬২৫ টাকা।
* ১০ বছর মেয়াদি ৪৮ পেজের ই-পাসপোর্টের রেগুলার ফি ৫৭৫০ টাকা, এক্সপ্রেস ফি ৮০৫০ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ১০৩৫০ টাকা।
* ৫ বছর মেয়াদি ৬৪ পেজের ই-পাসপোর্টের রেগুলার ফি ৬৩২৫ টাকা, এক্সপ্রেস ফি ৮৬২৫ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ১২০৭৫ টাকা।
* ১০ বছর মেয়াদি ৬৪ পেজের ই-পাসপোর্টের রেগুলার ফি ৮০৫০ টাকা, এক্সপ্রেস ফি ১০৩৫০ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ১৩৮০০ টাকা।
পাসপোর্ট ডেলিভারির সময়
নিয়মিত ২১ দিন, জরুরী ৭ দিন এবং অতি জরুরী পাসপোর্ট ৩ দিনের মধ্যে ডেলিভারি দেয়া হয়। তবে আবেদনে ভুল থাকলে এবং প্রার্থীর সিরিয়াল সংখ্যা বেশি হলে পাসপোর্ট ডেলিভারি পেতে দেরি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।