বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে সেনসেশন তিনি। করোনা কালে চাকরি ছেড়ে বাবার ব্যবসায় যোগ দিয়েছিলেন। ফেসবুকে এক ভিডিওর সুবাদে রাতারাতি স্টার হয়ে যান ভারতের বেঙ্গালুরুর ডালহৌসীর এক পাইস হোটেলের মালিক নন্দিনী ওরফে মমতা গঙ্গোপাধ্যায়।
গলায় হেডফোন ঝুলিয়ে, জিনস আর স্টাইলিশ টপে নন্দিনীকে ফুটপাথে রান্না করতে দেখে চোখ আটকে যায় অনেকের। পাইস হোটেলের এই মালিককে ইনস্টায় ফলোও করেন প্রায় দেড় লাখ মানুষ। তার হোটেলের খাবার টেস্ট করতে পৌঁছেছিলেন মদন মিত্র।
কয়েক দিন ধরেই জল্পনা ছিল—নন্দিনীকে এবার সিনেমার পর্দায় দেখা যাবে। ছবির নাম তিন সত্যি। বৃহস্পতিবার থেকে শুরু হবে ছবির শ্যুটিং। প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায় এই ছবির পরিচালক। ছবিতে নন্দিনীর চরিত্রের নাম নীলাক্ষী।
এদিকে সিনেমায় নাম লেখালে ‘স্মার্ট দিদি’ নন্দিনীর পাইস হোটেল বন্ধ হচ্ছে? তবে সবাইকে আশ্বস্ত করে নন্দিনী এই সময়কে জানিয়েছেন, ‘যেখানে যা ছিল সব একই থাকবে। পাইস হোটেল বন্ধ করার কোনও প্রশ্নই ওঠে না। আমার ভাতের হোটেল চলবেই। মা-বাবাকে দেখার জন্য এই ব্যবসাটা প্রথম শুরু করি। সুতরাং কোনও অবস্থাতেই তা তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না’। দু-দিক সামলাতেই তৈরি নন্দিনী।
মুজিব বায়োপিক ইতিহাসের অনেক অজানা তথ্য উন্মোচন করবে : প্রধানমন্ত্রী
অপরদিকে কেমন হবে নীলাক্ষীর চরিত্র? এর আগে ইনস্টাগ্রাম লাইভে এসে নন্দিনীর কাছের মানুষ রাজা সাহা জানান, ‘নীলাক্ষি এমন একটা মেয়ে যে ভীষণ সুন্দর, আকর্ষণীয়, ক্রিয়েটিভ। লিখতে ভালোবাসে। সত্যিটাকে তুলে ধরতে ভালোবাসে নিজের লেখায়।’ নন্দিনীর কথায়, ‘একটা সম্পর্কের কী মর্ম হতে পারে কোনও পরিবারের কাছে, সেটা নিয়েই নীলাক্ষীর গল্প।’
নন্দিনী ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। করোনা কালে চাকরি ছেড়ে বাবার ব্যবসার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।