স্পোর্টস ডেস্ক : ব্রাজিল জাতীয় দলে ১৫ বছরের ক্যারিয়ারে ৭৭টি গোল করে এখনো গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন কিংবদন্তি পেলে। তার এই রেকর্ড স্পর্শ করতে আর মাত্র ৩ টি গোল দরকার নেইমারের। ১১৯ ম্যাচ খেলে ৭৪টি গোল করে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গত ২ জুন দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিলেও আজ জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে নেইমারদের।
শুরু থেকেই আক্রমণাত্বক খেলেও ভাঙতে পারছিলনা জাপানের রক্ষণভাগ। অবশেষে ৭৭মিনিটে স্পট কিক থেকে নেইমারের করা গোল স্বস্তি এনে দেয় ব্রাজিল শিবিরে। এই এক গোলের মধ্যে ব্রাজিলের জার্সিতে নিজের ৭৪তম গোল করলেন নেইমার।
জাপানের বিপক্ষে ম্যাচের স্কোরলাইন ১-০ হলেও ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। ৫৫ ভাগ বল দখল এবং ২০টি শট নিয়েও একটির বেশি গোল কররে পারেনি সেলেসাওরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।