স্পোর্টস ডেস্ক: ইউক্রেন অনূর্ধ্ব-২১ দলের মিডফিল্ডার আন্দ্রি ক্রাভচুক শরণার্থী হিসেবে বৃটেনে আশ্রয় নিয়েছেন। ২৩ বছর বয়সী তরুণ এই মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির বয়সভিত্তিক দলের সাথে অনুশীলন করার অনুমতি পেয়েছেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর রাশিয়ান ক্লাব টরপেডো মস্কোর সাথে চুক্তি বাতিল করে তিনি ম্যানচেস্টারে পালিয়ে আসেন। মৌসুমের শেষ পর্যন্ত সিটির অনুর্ধ্ব-২৩ দলের সাথে অনুশীলনের অনুমতি পেয়েছেন ক্রাভচুক। ফিফা ইতোমধ্যেই রাশিয়া ও ইউক্রেনের বিদেশী খেলোয়াড়দের নিজ নিজ চুক্তি সাময়িক বাতিল করে অন্যত্র খেলার অনুমতি দিয়েছে।
যদিও মৌসুমের শেষ পর্যন্ত মূল কোন দলে এ ধরনের খেলোয়াড়দের রেজিষ্টার করার অনুমোদন দেয়নি প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
মূলত সিটির ইউক্রেনিয়ান মিডফিল্ডার ওলেক্সান্দার জিনচেনকোই ক্রাভচুককে ম্যানচেস্টার জায়ান্টদের হয়ে অনুশীলন করার সুযোগ করে দিয়েছেন। শাখতার দোনেস্কর একাডেমীতে থাকাকালীন শৈশবেই ক্রাভচুকের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে জিনচেনকোর। সিটি ও প্রতিপক্ষ দলগুলোর সর্বাত্মক সমর্থণ পাবার কারনে জিনচেনকো দেশে এত বড় আগ্রাসন হওয়া সত্তেও এখনো খেলা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার প্রথমবারের মত সিটির সাথে অনুশীলনে নামবেন ক্রাভচুক। এ সম্পর্কে ক্রাভচুক বলেছেন, ‘দলের সাথে অনুশীলনের সুযোগ করে দেবার জন্য আমি ম্যানচেস্টার সিটির কাছে কৃতজ্ঞ। গত কয়েক সপ্তাহ বেশ কঠিন সময় পার করেছি। কিন্তু মাঠে ফেরার আনন্দে সব ভুলে গেছি।’
ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু হবার সময়টিতে ক্রাভচুক টরপেডো মস্কোর সাথে তুরষ্কে একটি অনুশীলন ক্যাম্পে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।