স্পোর্টস ডেস্ক: শেষ টেস্ট ১১৫ রানে জিতে তিন ম্যাচ টেস্ট সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এরপর হবে একমাত্র টি-টোয়েন্টি। তার আগে ধাক্কা খেয়েছে অজিরা।
পাকিস্তানে চলতি সফরের বাকি অংশে আর খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটার স্টিভেন স্মিথের। বাঁ হাতের কনুইয়ের চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন না তিনি। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনার মিচেল সুয়েপসন।
চলমান সিরিজ থেকে ছিটকে যাওয়ার ব্যাপারে স্মিথ বলেছেন,’পাকিস্তানের বিপক্ষে বাকি ম্যাচগুলো না খেলতে পারা হতাশাজনক। আমি মেডিকেল স্টাফের সঙ্গে কথা বলেছি। এরপর বুঝতে পারলাম এখন বিরতি প্রয়োজন।’
আইপিএলে দল না পাওয়ায় বেশ লম্বা সময় বিশ্রাম পাচ্ছেন স্মিথ। স্মিথের পাশাপাশি টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নারও দেশে ফিরে যাবেন।
আগামী মঙ্গলবার থেকে শুরু হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ ৫ এপ্রিল। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।