স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান বরাবরই ধর্মীয় কাজের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন। এবার পবিত্র কাবা শরিফের মেঝে পরিষ্কার করে সমর্থকদের মন জিতলেন এই তারকা।
হজ পালন করতে বর্তমানে সৌদি আরবের মক্কা শহরে রয়েছেন রিজওয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বের হওয়া একটি ভিডিওতে দেখা যায় পবিত্র কাবা শরিফের মেঝেতে পানি ঢেলে সেটি পরিষ্কার করছেন পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটার। মুহূর্তের ভেতর সেটি ভাইরাল হয়ে যায়।
পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে রিজওয়ান ছাড়াও এবার হজ করতে গিয়েছেন বাবর আজম, ফখর জামান, ফাহিম আশরাফ ও ইফতিখার আহমেদ।
এর আগে আরেকটি ভিডিওতে দেখা যায় বাবর-রিজওয়ান কাবা শরিফ তাওয়াফ করছেন। সেটিও ভাইরাল হয়েছিল সে সময়। গেল রমজানে ওমরাহ করতে গিয়েছিলেন বাবর, ইফতিখার, ফাহিম এবং হারিস রউফ।
বাবর-রিজওয়ান কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছিলেন। সে সময় একদিন মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হলে গাড়ি পার্কিংয়ে রেখে রিজওয়ান রাস্তার পাশে দাঁড়িয়ে নামাজ আদায়ের ভিডিও ভাইরাল হয়েছিল। রিজওয়ান সেই প্রতিষ্ঠানের এক শিক্ষককে কোরআন শরিফ উপহার দিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।