বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতীয় স্মার্টফোন মার্কেটে 2024 সালের জুলাই মাসের শুরু বেশ হিট ছিল। জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে এক ডজনেরও বেশি ফোন ভারতীয় বাজারে পেশ করা হয়েছে। এবার 15 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত সপ্তাহটিও বেশ উল্লেখযোগ্য হতে চলেছে। এই সপ্তাহে বহু প্রতীক্ষিত স্মার্টফোন OnePlus Nord 4 থেকে শুরু করে লো বাজেট স্মার্টফোন iQOO Z9 Lite ভারতে লঞ্চ করা হবে। এই পোস্টে এই সপ্তাহে আসন্ন ফোনগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হল।
iQOO Z9 Lite
লঞ্চ ডেট – 15 জুলাই
দাম – 10,499 টাকা (সম্ভাব্য)
আগামী 15 জুলাই ভারতে iQOO Z9 Lite ফোনটি লঞ্চ হবে। এই ফনিত লো বাজেট সেগমেন্টে পেশ করা হবে এবং এই ফোনের দাম 10 হাজার টাকার কাছাকাছি হতে পারে। এখনও পর্যন্ত লিক তথ্য অনুযায়ী এই ফোনের 4GB RAM মডেলের দাম 9,999 টাকা এবং 6GB RAM মডেলের দাম 11,999 টাকা রাখা হতে পারে। এই দুই ভেরিয়েন্টেই 128GB স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।
iQOO Z9 Lite ফোনটি 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 চিপসেট সহ লঞ্চ হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 414 হাজারেরও বেশি AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। iQOO Z9 Lite ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে এবং 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকতে পারে।
OnePlus Nord 4
লঞ্চ ডেট – 16 জুলাই
দাম – 31,999 টাকা (সম্ভাব্য)
আগামী 16 ভারতে OnePlus Nord 4 ফোনটি লঞ্চ করা হবে। ইটালিতে এই ফোনের লঞ্চ ইভেন্ট আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনটি বিভিন্ন দেশে লঞ্চ করা হবে। এটি একটি মিড বাজেট স্মার্টফোন হতে চলেছে এবং এই ফোনে 8GB RAM থাকবে। লিক অনুযায়ী OnePlus Nord 4 ফোনের দাম 31,999 টাকা থেকে শুরু হতে পারে এবং প্রাথমিক সেলে অফার সহ এই ফোনটি মাত্র 27,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
OnePlus Nord 4 ফোনে Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর এবং 12GB RAM থাকবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP SONY LYT600 ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে 6.74 ইঞ্চির 1.5K OLED স্ক্রিন দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি থাকতে পারে।
Poco M6 Plus 5G
লঞ্চ ডেট – নিশ্চিত নয়
দাম – 17,999 টাকা (লিক)
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে Poco M6 Plus 5G ফোনটি এই সপ্তাহেই ভারতে লঞ্চ হতে পারে। রিলায়েন্স ডিজিটাল স্টোরে এই মোবাইলের প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে এবং এখান থেকেই ফোনের ছবি, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানা গেছে। Poco M6+ 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের MRP 17,999 টাকা এবং অফারে দাম 14,999 টাকা বলা জানানো হয়েছে।
Poco M6 Plus 5G ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.79 ইঞ্চির LCD স্ক্রিন এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030mAh ব্যাটারি থাকতে পারে। ফটোগ্রাফির জন্য Poco M6+ 5G ফোনে 108 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।