জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। রবিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টায় পৌরসভার সখীপুর – কচুয়া রোডের খাদ্য গুদামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বাদল মিয়ার বাড়ি উপজেলার কালিয়া গ্রামে।
সখীপুর থানা মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বাদল মিয়ার নামে আদালতে একটি পারিবারিক মামলা চলছিল। ওই মামলায় আদালত তাকে দুই মাস আগে তিন মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেন। এর পর থেকেই গ্রেপ্তার থেকে বাঁচতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। পুলিশ ছদ্মবেশ ধারণ করে পৌরসভার খাদ্য গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সখীপুর থানার সহকারি উপ-পরিদর্শক আব্দুস ছালাম বলেন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যারের নির্দেশক্রমে ফকিরের ছদ্মবেশে খাদ্য গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।