স্পোর্টস ডেস্ক : শুধু অস্ট্রেলিয়ারই নয়, ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক ধরা হয় রিকি পন্টিংকে। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া একাধিক শিরোপা জিতেছে। এবার পন্টিং বেছে নিলেন সর্বকালের সেরা একাদশ।
পন্টিংয়ের বেছে নেয়া সর্বকালের সেরা একাদশে আধিপত্য রয়েছে অস্ট্রেলিয়ার। পাঁচজন অজি ক্রিকেটারকে রেখেছেন তার সেরা একাদশে। ওয়েস্ট ইন্ডিজের দুইজন এবং শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা পেয়েছেন একজন করে ক্রিকেটার।
পন্টিংয়ের সেরা একাদশের ওপেনিংয়ে জায়গা পেয়েছেন সাবেক দুই অজি ক্রিকেটার ম্যাথু হেডেন ও জাস্টিন ল্যাঙ্গার। তিন নম্বরে পন্টিং রেখেছেন জ্যাক ক্যালিসকে। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। টেস্ট হোক বা ওয়ানডে, ব্যাট হোক বা বল, দলকে জেতাতে বারবার জ্বলে উঠেছেন তিনি।
পন্টিংয়ের দলে থাকা একমাত্র ভারতীয় ক্রিকেটার হচ্ছে শচীন টেন্ডুলকার। শচীনকে সর্বকালের সেরা ব্যাটসম্যান ধরা হয়ে থাকে। ফলে পন্টিংয়ের একাদশে তার থাকাটা কাউকে অবাক করেনি। পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন ক্যারিবীয় লিজেন্ড ব্রায়ান লারা। পন্টিং তার একাদশে দুইজন উইকেটরক্ষককে জায়গা দিয়েছেন। ছয় নম্বরে রেখেছেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাকে। আর সাত নম্বরে রয়েছেন অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট।
বোলিং আক্রমণটা দারুণভাবে সাজিয়েছেন পন্টিং। স্পিন আক্রমণে রেখেছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্নকে। পেস আক্রমণে রয়েছেন সুইং অব সুলতান ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা এবং কার্টলে অ্যামব্রোসকে। এই তিন পেসারকেই সর্বকালের সেরা পেসারদের তালিকায় রাখা হয়।
পন্টিংয়ের বাছাইকৃত সর্বকালের সেরা একাদশ
ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গার, জ্যাক ক্যালিস, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা এবং কার্টলে অ্যামব্রোস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।