জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ নামে এক বিএসএফ সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
এর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তের সোনাহাট বিওপির সীমান্ত পিলার ১০০৭ এমপি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করে স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে পতাকা বৈঠক করে রাতেই তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট গ্রামের বিএসসি মোড়ের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএফ ক্যাম্পের একজন সদস্য শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে সোনাহাট বিজিবিকে সংবাদ দেয়। পরে সোনাহাট ও বাবুরহাট বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএসফ সদস্যকে আটক করে। আটকের সময় বিএসএফ সদস্য টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত ও মদ্যপান অবস্থায় ছিলেন।
বিজিবি আরও জানায়, ভারতের অভ্যন্তরে বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের পার্শ্ববর্তী গ্রামের এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল শ্রী সনু কুমার জেটপের। বৃহস্পতিবার দেখা করতে গেলে ওই নারীর স্বামী ও স্থানীয় গ্রামবাসী তাকে ধাওয়া দেয়। এতে প্রাণ বাঁচাতে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সোনাহাট সীমান্তে চলে আসেন। পরে বিষয়টি সোনাহাট বিজিবি কমান্ডার ও বিএসএফ এর অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা আটক বিএসএফ সদস্যকে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করে।
কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, আটক বিএসএফ সদস্যকে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।