জুমবাংলা ডেস্ক : সম্প্রতি এক খুদের পড়াশোনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিও দেখে অনেকেই জীবনের সঙ্গে তুলনা টেনেছেন। ভিডিওটি দেখলে মন ছুঁয়ে যাবে। পড়াশোনার প্রতি অনেকের ‘অ্যালার্জি’ থাকে। অনেকে আবার ঘণ্টার পর ঘণ্টা বইয়ে মুখ গুঁজে পড়ে থাকতে ভালবাসে। বাড়ির কোনও কোনও বাচ্চাকে অনেক সময় বলতে হয়— ‘পড় রে!’ আবার কেউ কেউ সময়মতোই নিজের পড়াটা করে নেয়। প্রতি ঘরেই এই দু’ধরণের দৃশ্য খুবই স্বাভাবিক।
সম্প্রতি এক খুদের পড়াশোনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিও দেখে অনেকেই জীবনের সঙ্গে তুলনা টেনেছেন। ভিডিওয় দেখা যাচ্ছে, এক খুদেকে পড়াতে বসেছেন তার মা। হিন্দিতে ক, খ লিখছিল খুদে।
হঠাৎই সে কাঁদতে কাঁদতে বলে ওঠে, “সারাজীবন পড়াশোনা করতে করতে বুড়ো হয়ে যাব। পাগল মা।” ছেলের সেই মন্তব্য মোবাইলে রেকর্ড করছিলেন মহিলা। শিশুটি আবার একই কথা তার মাকে বলে, “এত পড়াশোনা করতে করতে আমি তো বুড়ো হয়ে যাব!” তার পরই আবার কাঁদতে শুরু করে সে।
ছেলের এই ধরনের কথা শুনে মা প্রশ্ন করেন, “কেন বুড়ো হয়ে যাবি রে? তার মানে, ক, খ লিখতে লিখতে তুই বুড়ো হয়ে যাবি, তাই বলতে চাইছিস তো?”
শিশুটি এ বারও একই উত্তর দেয়। এ বার তার মা বলেন, “সারাজীবন অশিক্ষিত থেকে বুড়ো হওয়ার চেয়ে লেখাপড়া করে বুড়ো হওয়া ঢের ভাল।” মায়ের মুখে পাল্টা এই উত্তর শুনে শিশুটি ফের কান্না জুড়ে দেয়।
আর কিছু না পেয়ে শেষে কিনা সাপের গালে চুমু খেলেন দিব্যজ্যোতি!
মজার এই ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই নানা প্রতিক্রিয়া এসেছে। কেউ বলেছেন, “নিজের ছোটবেলাকে দেখতে পাচ্ছি।” আবার এক জন বলেছেন, “আমার ছেলেরও একই হাল। নাজেহাল হয়ে যাচ্ছি।” আর এক জন রসিকতা বলে বলেছেন, “বাবু, তুমি তোমার মাকেই বরং বদলে দাও!”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।