বিনোদন ডেস্ক : বাংলা ধারাবাহিক জগতের এক নম্বর নায়িকা তিনি। পাশ্চাত্য হোক কিংবা কালচারাল- যেকোনো পোশাকেই বারাসাতের মেয়ে সৌমিত্রিশা কুন্ডু একেবারে সাবলীল। তার অভিনয়ের ওপর ভর করে “মিঠাই” ধারাবাহিক দীর্ঘ দেড় বছর ধরে রাজত্ব করছে বাঙ্গালীদের মনিকোঠায়। যেকোনো অনুষ্ঠানে গেলে দর্শকদের অনুরোধে তাকে মিঠাই ধারাবাহিকে ডায়লগ শোনানো বাঞ্চনীয়। ধারাবাহিকে শাড়ি পড়ে বরাবর বাড়ির বড় বউয়ের বেশে থাকা সৌমিত্রিশা কিন্তু বাস্তব জীবনে বেশ বড়োসড়ো ফ্যাশনিস্টা।
বাংলা ধারাবাহিকের এই হিরোইনের সামাজিক মাধ্যমে চোখ রাখলেই ধরা পড়ে তার ফ্যাশন সেন্স। বিশেষত তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখ ধাঁধানো সব পাশ্চাত্য পোশাকে তিনি ধরা দেন কনফিডেন্টলি। কখনো কালো হাইরাইজ প্যান্ট ও লাল টপ আবার কখনো সাদা স্লিভলেস টপে সৌমিত্রিশা হয়ে ওঠেন অনন্যা। সম্প্রতি তার পোস্ট করা একটি ছবিতে অভিনেত্রীর পড়নে ছিল অফ হোয়াইট ট্রাউজার, কালো টপ এবং রেড লং কোট সাথে পায়ে ছিল কালো হাইবুটস।
অন্যদিকে ওপর একটি ছবিতে বেগুনি রংয়ের ফুল স্লিপ ক্রপটপ এবং কালো বর্ণের হাইরাইজ প্যান্টে অভিনেত্রীকে দেখাচ্ছিলো পিকচার পারফেক্ট। সম্প্রতি অতিবাহিত হয়েছে অভিনেত্রীর জন্মদিন এবং জীবনের এই বিশেষ দিন উপলক্ষে অভিনেত্রী তার ইনস্টাগ্রামে বহু ছবি শেয়ার করেছেন যা বর্তমানে হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে ভাইরাল।
সাম্প্রতিক সময়ে সৌমিত্রিশার ভাইরাল জন্মদিনের ছবিতে অভিনেত্রীকে সুসজ্জিত অবস্থায় একটি সোফায় বসে ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে। এদিন তার সান্নিধ্য ছিল লাল বেলুন দিয়ে সাজানো এবং সামনের টেবিলে রাখা কেক ও উপহারের সান্নিধ্যে অধিষ্ঠিত ছিলেন অভিনেত্রী। স্বাভাবিকভাবে অভিনেত্রীর 670 হাজার ইনস্টা ফলোয়ার্স এর মধ্যে জন্মদিন উদযাপনের ছবিগুলি তুমূল ভাইরাল হয়েছে। অন্যদিকে জমজমাট “মিঠাই” ধারাবাহিকের আপকামিং পর্ব।
সাম্প্রতিক চ্যানেল থেকে প্রকাশকরা প্রমো ভিডিওতে দেখা যাচ্ছে পিংকিকে বরণ করতে লতাকে রাজি করানোর চেষ্টা করছে মিঠাই। তবে সেই চেষ্টায় কি সে সফল হবে? তার জন্য চোখ রাখতে হবে আগামী পর্বে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।