পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে ‘না’ বলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, শাপলাকলি মার্কায় ভোট দিলে দেশে ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার নেমে রাজাধানী ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক এ কথা বলেন।
তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছে কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। এক হাসিনা গিয়ে আরেক হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে আরেক চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি।
নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নয়; বরং ক্ষমতার কাঠামো সংস্কার এবং রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার নির্বাচন। এখন সময় এসেছে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার।
১০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে সংসদে যাবে, সরকার গঠন করবে এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলেও উল্লেখ করেন সাবেক এ উপদেষ্টা।
জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা–কর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।
পথসভা শেষে একটি নির্বাচনী মিছিলে অংশ নেন নাহিদ ইসলাম। মিছিলটি বাঁশতলা থেকে রামপুরা ব্রিজে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নাহিদ ইসলামের আজ রামপুরা উত্তর ও দক্ষিণে নির্বাচনী প্রচার চালানোর কথা রয়েছে। এই আসনটি ঢাকার রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের কিছু অংশ নিয়ে গঠিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


