ইস.রাই.লের প.র.মাণু চুল্লিতে হা.মা.সের রকেট হা.ম.লা

ফিলিস্তিনি প্রতিরোধ

আন্তর্জাতিক ডেস্ক : গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে, তারা ডাইমোনাতে অবস্থিত ইসরাইলের পরমাণু চুল্লি স্থাপনায় রকেট হামলা চালিয়েছে। এছাড়া গাজায় ইসরাইলি ‘টাইগার’ ক্যারিয়ারে রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে।

ফিলিস্তিনি প্রতিরোধ

গাজায় ইসরাইল আক্রমণ ব্যাপকভাবে বাড়ানোর প্রেক্ষাপটে হামাসও পাল্টা হামলা করছে। ইসরাইল জানিয়েছে, তারা এখন গাজার বিরুদ্ধে তাদের অভিযানের দ্বিতীয় পর্যায় শুরু করেছে। তারা বিমান হামলার পাশাপাশি সীমিত পর্যায়ে গাজার ভেতরেও অভিযান চালাচ্ছে।

হামাসের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের একটি পত্রিকা জানায়, হামাদ দাবি করেছে যে তারা ডাইমোনায় ইসরাইলি পরমাণু চুল্লির স্থাপনায় হামলা চালিয়েছে। অবশ্য, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি।

তবে অ্যাশদোদে আসুতা মেডিক্যাল সেন্টার ঘোষণা করেছে যে হৃদরোগে আক্রান্ত একটি ৯ বছরের মেয়ে মারা গেছে। দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীতে গত সপ্তাহে আসন্ন রকেট হামরার সময় সাইরেন বাজানোর সময় মেয়েটি হৃদরোগে আক্রান্ত হয়েছিল।

এদিকে হামাসের আল কাসসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে দেখিয়েছে যে গাজা উপত্যকার শুজাইয়িতে রকেট দিয়ে তারা ইসরাইলের একটি ‘টাইগার’ ক্যারিয়ারে হামলা চালিয়েছে। ভিডিওটি টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে প্রকাশ করা হয়।

গত ৭ অক্টোরব থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। ওই দিন ইসরাইলের অভ্যন্তরে হামলা চালিয়ে ১৪ শ’র বেশি লোককে হত্যা করে হামাস। এছাড়া অন্তত ২৩০ জনকে বন্দী করে। তারা এখনো গাজায় বন্দী অবস্থায় আছে। অবশ্য কাতারের মধ্যস্ততায় দুই দফায় চারজনকে মুক্তি দিয়েছে তারা।

গাজায় ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হচ্ছে। গ্লোবাল নেটওয়ার্ক মনিটর নেটব্লকস রবিবার এ কথা জানিয়েছে।

কোম্পানিটি এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, রিয়েল টাইম নেটওয়ার্ক ডাটা থেকে বুঝা যাচ্ছে গাজা উপত্যকায় ইন্টারনেট সংযোগ পুনরায় চালু হচ্ছে।

চুলের সমস্যা দূর করতে ব্যবহার করেন লবঙ্গ

এছাড়া বার্তা সংস্থা এএফপি’র একজন কর্মী বলেছেন, তিনি ইন্টারনেট ব্যবহার এবং লোকজনের সাথে ফোনে যোগাযোগ করতে পারছেন।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল, এএফপি ও অন্যান্য