স্পোর্টস ডেস্ক: ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে শীর্ষে না থাকতে পারায় পর্তুগালকে খেলতে হয় প্লে-অফ। সেখানেও বড় বাঁধা হিসেবে ধরা হয়েছিল ইতালিকে। কিন্তু সেই ইতালিকে বিদায় করে দেয় উত্তর মেসিডোনিয়া। পর্তুগাল প্লে-অফের সেমিফাইনালে তুরস্ককে উড়িয়ে ফাইনালও নিশ্চিত করে ফেলে।
তবে যারা ইতালিকে হারিয়েছে তাদের বিপক্ষে কঠিন এক ম্যাচের অপেক্ষায় ছিল সমর্থকেরা। কিন্তু সেই ম্যাচই কিনা সহজভাবে জিতে নিল ক্রিস্তিয়ানো রোনালদোরা।
মঙ্গলবার রাতে পোর্তোতে প্লে-অফ ফাইনালে মেসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল। জোড়া গোল করে নায়ক ব্রুনো ফার্নান্দেজ। এ নিয়ে ২০০২ সালের পর থেকে টানা ষষ্ঠবারের মত বিশ্বকাপ খেলবে পর্তুগিজরা।
বাঁচা মরার লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক পর্তুগাল। রক্ষণে মনোযোগী উত্তর মেসিডোনিয়া এ ম্যাচেও পর্তুগালকে আটকানোর ফন্দি সাজিয়েছিল কিন্তু সেই ফাঁদে আটকানোর আগেই ম্যাচে লিড নেয় রোনালদোরা। ৩২ মিনিটে মেসিডোনিয়া অধিনায়ক স্তেফান রিস্তোভস্কি এক প্রান্ত থেকে স্কয়ার পাসে বল পাঠাতে চেয়েছিলেন অন্য প্রান্তে। মাঝপথে বল পেয়ে যান ব্রুনো ফার্নান্দেজ। এরপর রোনালদোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সের উপর থেকে নিচু করে নেওয়া গতির শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন ব্রুনো।
পিছিয়ে পড়া মেসিডোনিয়া কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা চালায় কিন্তু তাতে সফল হয়নি। উলটা ৬৫ মিনিটে গোল হজম করে ছিটকে যায় মেসিডোনিয়া। পর্তুগালের হয়ে ব্যবধান বাড়ায় প্রথম গোল করা ব্রুনো ফার্নান্দেজ। প্রতি-আক্রমণে দিয়েগো জোতার দারুণ ক্রসে ভলিতে লক্ষ্যভেদ করে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার।
বাকি সময়ে বলের দখল নিয়ে খেলে পর্তুগাল। মেসিডোনিয়াকে দেয়নি আর কোনও সুযোগ। দারুণ জয়ে সব বাধা ডিঙিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করার আনন্দে ভাসে পর্তুগাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।