জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কৃষকের জমিতে পাঁচ কেজি ওজনের আলু ফলেছে। বারি জাতের এ মিষ্টি আলু সাধারণত তিন থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে। দেখায় সুন্দর ও ওজনে বেশি হওয়া এ আলু দেখতে লোকজন ভিড় করছে। আলুটির রং অনেকটাই বেগুনের মতো।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের রেজু মিয়ার ছেলে কৃষক হোসেন মিয়ার জমিতে এ আলুর ফলন হয়েছে। প্রদর্শনীর জন্য সোমবার বিকেলে ওই আলু সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় নিয়ে আসা হয়। ওজন করে দেখা যায় এটি পাঁচ কেজি ১০০ গ্রাম।
কৃষক হোসেন মিয়া জানা, কৃষি অফিসের পরামর্শে তিনি ১৫ শতাংশ জমিনে মিষ্টি আলুর লতা রোপণ করেন। রোপণের ছয়-সাত মাসের মাথায় জমিতে ফলন ধরতে শুরু করে। জমি থেকে তোলার সময় তিনি এ আলুটির আকৃতি ও ওজন সম্পর্কে প্রথমে বুঝতে পারেননি। আলুটি তোলার পর মেপে তিনি নিজেও অবাক।
জেলা-উপজেলা পর্যায়ে হবে সিনেপ্লেক্স, বরাদ্দ ১ হাজার কোটি টাকা
তিনি আরো জানান, তার রোপণ করা ১৫ শতাংশ জমিতে ২৫-৩০ মণ আলু উৎপাদন হবে বলে আশা করছেন। প্রতি কেজি আলু স্থানীয় বাজারে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত তিনি পাঁচ হাজার টাকার বেশি আলু বিক্রি করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় কথা হলে আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান, জমিতে গড়ে তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের আলু হয়েছে। একটি আলুর ওজন পাঁচ কেজির উপর হয়েছে। যে কারণে এটি প্রদর্শনীর জন্য আনায় পর দেখতে লোকজন ভিড় করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।