শাহরুখকে সমর্থন করায় কটাক্ষের শিকার প্রকাশ রাজ

Prakash Raj

বিনোদন ডেস্ক : শাহরুখ খান ও তাঁর পরিবারকে সমর্থন করতেই সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হলেন একধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ প্রকাশ রাজ। স্বরা ভাস্করকে টেনে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিলেন প্রকাশকে।

Prakash Raj

‘মেল ভার্শন অফ স্বরা ভাস্কর বা বা স্বরা ভাস্করের পুরুষ সংস্করণ ‘ বলে কটাক্ষ পরিচালক প্রকাশ রাজকে। টুইটারে এই ট্রোলডের মোক্ষম জবাব দিলেন প্রকাশ। স্বরা ভাস্করের সঙ্গে তাঁর তুলনা টানার জেরে অভিভূত অভিনেতা।

টুইটে দুষ্টুমি করে ‘Honour’ লিখে বিতর্কতকে আরও একটু উসকে দিলেন প্রকাশ রাজ। অন্যদিকে স্বরা ভাস্করও প্রকাশের টুইটে পালটা জবাব দিয়ে লিখলেন, এটাই ছিল সেরা উত্তর। কিন্তু, অভিনেতা বা পরিচালক প্রকাশ রাজকে হঠাৎ করে স্বরা ভাস্করের মেল ভার্শন কেন বলা হল? আর এই ঘটনার সঙ্গে শাহরুখ বা খান পরিবারই বা কী ভাবে যুক্ত?

প্রসঙ্গত, একটি শো-তে প্রতিবন্ধী মহিলার সঙ্গে নাচতে দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খানকে। হুইল চেয়ারে বসে থাকা ওই মহিলার সঙ্গে আইকনিক গান ছাঁইয়া ছাঁইয়ার তালে নেচেছেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ভিডিয়ো। কিং খানের এই আচরণকে মোটেই সমর্থন করেননি নেটিজেনের একাংশ।

একজন প্রতিবন্ধী মহিলার সঙ্গে নাচ করাটা অপরাধ বলে দাবি নেটবাসীদের। সেই জন্যই শাহরুখের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, “দীর্ঘ কয়েক দশক ধরে যিনি দর্শকের মনোরঞ্জন করছেন তিনি কী ভাবে এক প্রতিবন্ধী মহিলার সঙ্গে এই ধরণের কাণ্ড ঘটালেন?” পালটা টুইটে প্রকাশ রাজ কিং খানের সমর্থনে লিখেছেন, এটা মজা ছাড়া আর কিছুই নয়।

প্রকাশের এই টুইটে বেজায় চটেছেন এক টুইটার ইউজার। রেগে গিয়ে তাঁকে স্বরা ভাস্করের মেল ভার্শন বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন। যদিও তার কোনও প্রভাবই পড়েনি প্রকাশের উপর। নেটিজেনদের একহাত নেওয়ার কোনও সুযোগ তিনিও হাতছাড়া করেন না। এবারেও ট্রোলের জবাব দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি তিনি। বরং স্বারার সঙ্গে তুলনা করার জন্য গর্ববোধ করেছেন প্রকাশ রাজ। অন্যদিকে টুইটে প্রকাশকে সমর্থন করেছেন স্বরাও।

নাসিরউদ্দিনের মেয়ে হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী, রইল পরিচয়

প্রসঙ্গত, অভিনয় জগতের সৌজন্যে স্বরা ভাস্কর যতটা লাইমলাইটে থাকেন তার চেয়ে অনেক বেশি চর্চায় থাকেন সোশ্যাল ইস্যুতে সরব হওয়ার জন্য। অনেক সময়ই স্বরার কথা চরম বিতর্কেরও সৃষ্টি করে। সেই জন্যই স্বরা ভাস্করের সঙ্গে তুলনা টেনে প্রকাশ রাজকে মেল ভার্শন অফ স্বরা বলে কটাক্ষ করা হয়েছে।