মোঃ সোহাগ হাওলাদার : সাভারের আশুলিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ অক্টোবর) বিকালে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় একটি মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফয়সাল এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ মাসুদ রানা, নিরাপদ সড়ক চাই(নিসচা)কেন্দ্রীয় সদস্য জিএম মিন্টু,নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় সদস্য মোঃ রিদয় হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ মাসুদ রানা বলেন মহাসড়কে চলাচলে সাবধানতা অবলম্বন করতে হবে,ট্রাফিক আইন মেনে চলতে হবে,ফিটনেস বিহীন গাড়ী মহাসড়কে যেন চলাচল না করে সে বিষয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এ দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। তার স্ত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হবার পর ১৯৯৩ সালের ১ ডিসেম্বর থেকে “নিরাপদ সড়ক, নিরাপদ জীবন” শ্লোগানে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন তার প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)।
নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনা করে দোয়া করেন । উল্লেখ্য ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।