জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের তরুণী তাহমিনা আক্তার বৃষ্টির (২১) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাকিস্তানি নাগরিক আলিম উদ্দিনের (২৮)। প্রেমের টানে আলিম ছুটে আসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। তাহমিনা মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকার আলী হোসেনের মেয়ে এবং খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
আলিম উদ্দিন পাকিস্তানের লাহোর সিটির বাসিন্দা এবং একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত। জানা যায়, ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় এবং ৮ মাস ধরে চলে প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের সূত্র ধরে গত ১১ ডিসেম্বর আলিম পাকিস্তান থেকে চট্টগ্রাম হয়ে তাহমিনার বাড়ি বেলছড়িতে আসেন। তাদের পারস্পরিক সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়। বর্তমানে আলিম কনের বাবার বাড়িতে অবস্থান করছেন।
তাহমিনার বাবা মো. হোসেন জানান, ১৯ ডিসেম্বর খাগড়াছড়িতে কোর্ট ম্যারেজ এবং ২২ ডিসেম্বর নিজ গ্রামে সামাজিক রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তিনি আরও জানান, তার মেয়ে স্বামীর সঙ্গে পাকিস্তানে চলে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসার প্রক্রিয়া চলছে। ততদিন তারা এখানেই থাকবেন। তিনি নবদম্পতির সুখী জীবন কামনা করেন।
আলিম উদ্দিন বলেন, আমাদের সম্পর্কের বিষয়ে আমার পরিবার জানে এবং তাদের সম্মতিতেই বিয়ে করেছি। আমি কিছুটা বাংলা শিখেছি, যা আমাকে তাহমিনা শিখিয়েছে।
দেশে ধর্মীয় বিভাজন নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জামায়াত আমীরের
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম বলেন, পাকিস্তানি নাগরিক প্রেমের কারণে মাটিরাঙ্গায় এসেছেন। তবে তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা নজরদারির মধ্যে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।