খেলাধুলা ডেস্ক : প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচের হতাশাময় যাত্রার পর অবশেষে জয়ের স্বাদ পেল আর্সেনাল। দাপুটে পারফরম্যান্সে তারা সহজেই হারাল নটিংহ্যাম ফরেস্টকে। শনিবার এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল।
বুকায়ো সাকা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান টমাস পার্টি। শেষ দিকে তৃতীয় গোলটি করেন ইথান ওয়ানেরি। প্রিমিয়ার লিগে আগের চার রাউন্ডে দুটি করে হার ও ড্র, চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ ম্যাচে আর্সেনালের সঙ্গী হয় হারের তেতো স্বাদ। মৌসুমে আত্মবিশ্বাসী শুরুর পর হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেলে তারা।
ব্যর্থতার জাল ছিঁড়ে চেনা ছন্দে ফেরার ম্যাচে পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। অধিনায়ক মার্টিন ওডেগোরের পাস বক্সে পেয়ে একাধিক খেলোয়াড়ের বাধা এড়িয়ে জোরাল শটে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড সাকা।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান পার্টি। ৮৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তরুণ মিডফিল্ডার ইথান।
১২ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। দিনের প্রথম ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। ১২ ম্যাচে তাদের পয়েন্টও ২২, গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে নটিংহ্যাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।