বিনোদন ডেস্ক: জন্মের পর ১০০ দিন নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে কাটিয়ে সদ্য ঘরে ফিরেছে প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাসের কন্যা মালতি। ক্যালিফোর্নিয়ার বাড়িতে মেয়েকে নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তারকা দম্পতির। সদ্য ঘটা করে লক্ষ্মী পুজো করেছেন প্রিয়াংকা। সেই ছবি প্রকাশ্যে এসেছিল দিনকয়েক আগেই। পাজামা-কুর্তায় মার্কিন সংগীত তারকা নিককে দেখাচ্ছিল ঠিক যেন ভারতীয় জামাইবাবুর মতো।
সে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরাও। মার্কিন মুলুকে ঘর বাঁধলেও ভারতীয় রীতিনীতি, ঐতিহ্যে ঘর ভরে রেখেছেন বলিউড অভিনেত্রী। সবকিছু যেন সঙ্গে নিয়ে এসেছেন ঘরের মেয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকার মা মধু চোপড়া বলেন, ওদেশের মানুষের ভারত সম্পর্কে প্রচুর ভুল ধারণা রয়েছে। সেসব ভাঙতে চায় আমার মেয়ে
কীভাবে? গর্বিত মধু বলেন, মেয়ে তার বরাবরই গুণী। আমেরিকার সংসারেও কীভাবে দেশি আদব-কায়দা টিকিয়ে রেখেছেন প্রিয়াংকা, না দেখলে তা বিশ্বাস হবে না! প্রিয়াংকা তার মাকে বলেছিলেন, আমেরিকানরা ভারত বলতে বোঝে মহারাজা, হাতির পাল আর সাপুড়েতে ভরা একটা দেশ! কিন্তু সত্যিই কী তাই? আমাদের সংস্কৃতি, ঐতিহ্যে যে কী অপার ঐশ্বর্য, তা ওদের কে শেখাবে, কে বোঝাবে! সাগরপাড়ে সংসার পেতে সেই দায়িত্বই যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রিয়াংকা। দীপাবলিতে নিয়ম করে লক্ষ্মী পুজো করা কিংবা হলিউডের বন্ধুদের সঙ্গে জমিয়ে হোলি খেলা- এ সবের মধ্যেই দেশকে ধরে রাখেন বলিউড অভিনেত্রী। ভারত সম্পর্কে যেখানেই দেখেন ভুল ধারণা গেঁথে বসে রয়েছে, প্রিয়াংকা উদ্যোগ নেন আলো আনার।
মধু তার মেয়ের হয়ে চলেন, কেবল অতীতের গৌরব নয়, ভারতে নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আইটি সংস্থা এবং উন্নত চিকিৎসা পরিকাঠামো রয়েছে। প্রযুক্তিতেও পিছিয়ে নেই দেশ। তা ছাড়া আমাদের সংস্কৃতি, আচার-অনুষ্ঠান- সব কিছুর পিছনেই অনেক ভালো কিছুও যে আছে, সেসবে অগাধ বিশ্বাস প্রিয়াংকার।
বিদেশি বন্ধুদের কাছেও সর্বক্ষণ নিজের দেশের পরিচয় দিয়ে চলেছে। ২০১৮ সালে নিককে বিয়ে করেছিলেন প্রিয়াংকা। বয়সে তিনি অভিনেত্রীর থেকে প্রায় এক দশকের ছোট। তবে মধুর দাবি, তার মেয়ে কখনোই বয়সের ফারাক নিয়ে চিন্তিত ছিলেন না। নিক আর প্রিয়াংকা একসঙ্গে ভালো আছেন, এটাই তো সবচেয়ে বড় কথা!
মেয়েকে কাছে পেয়েই এখন ফের কাজে মন দিয়েছেন ‘বরফি’র নায়িকা। অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে প্রিয়াংকাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।