জুমবাংলা ডেস্ক : শহীদ আবদুর রব হল অফিসের ডেপুটি রেজিস্ট্রার এস এম নাজিম উদ্দিন বলেন, ‘১১ জানুয়ারি থেকে প্রক্টর অধ্যাপক ড. নূরুল আজিম সিকদার প্রভোস্ট হিসেবে যোগদান করেছেন। সাবেক প্রভোস্ট রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র দিয়েছিলেন।’
ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হল থেকে পদত্যাগ করেছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মো. দানেশ মিয়া।
গত ২০ ডিসেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন, তবে সেটি গ্রহণ হয় গত ১১ জানুয়ারি।
হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. নূরুল আজিম সিকদার। গত ১১ জানুয়ারি তিনি দায়িত্ব নিলেও বুধবার বিষয়টি জানাজানি হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ আবদুর রব হল অফিসের ডেপুটি রেজিস্ট্রার এস এম নাজিম উদ্দিন।
তিনি বলেন, ‘১১ জানুয়ারি থেকে প্রক্টর অধ্যাপক ড. নূরুল আজিম সিকদার প্রভোস্ট হিসেবে যোগদান করেছেন। সাবেক প্রভোস্ট রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র দিয়েছিলেন।’
এ বিষয়ে হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. দানেশ মিয়া বলেন, ‘আমি পদত্যাগপত্রে লিখেছি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করছি। গত ২০ ডিসেম্বর আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, ১১ জানুয়ারি সেটি গৃহীত হয়েছে।’
গত বছরের ১২ মার্চ চবি প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্টরিয়াল টিমের একটি বড় অংশসহ একাধিক পর্ষদের ১৯ জন একযোগে পদত্যাগ করেন। সে সময় শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ছিলেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া।
তার পদত্যাগের পর হলটিতে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পান ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. দানেশ মিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।