স্পোর্টস ডেস্ক : তিনমাসের মাথায় বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনেস কার্লসেনকে ফের হারিয়ে দিয়েছে কিশোর রমেশবাবু প্রজ্ঞানন্দ। ৩১ বছর বয়সী কার্লসেন বর্তমান বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। ১৬ বছরের প্রজ্ঞা ভারতের গ্র্যান্ডমাস্টার। শুক্রবার প্রজ্ঞা চেজেবল মাস্টার্স অনলাইন র্যাপিড চেজ টুর্নামেন্টে গ্রান্ডমাস্টার কার্লসেনকে হারিয়ে দেয়।
শুক্রবার ওই টুর্নামেন্টে কার্লসেনের করা একটি ভুলকে ভালোভাবেই কাজে লাগিয়েছে ভারতের গ্রান্ডমাস্টার প্রজ্ঞা। খেলাটি ড্র হবে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু শেষ মুর্হূতে জয় পায় প্রজ্ঞা।
নরওয়ের দাবাড়ু কার্লসেন গত বছর টানা পঞ্চমবারের মতো বিশ্বসেরা হয়ে রেকর্ড গড়েছেন। ২০১১ সালের ১ জুলাই থেকে ফিদে বিশ্ব দাবা র্যাংকিংয়ে ১ নম্বর স্থান ধরে রেখেছেন তিনি। তাকেই চলতি বছরের ফেব্রুয়ারিতে এয়ারথিংস মাস্টার্স নামের একটি টুর্নামেন্টে হারিয়ে আলোচনায় আসেন প্রজ্ঞা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।