জুমবাংলা ডেস্ক : হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস এবং পবিত্র ঈদুল আজহার চাঁদের ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আল খাতম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রটি আবুধাবির মরুভূমিতে অবস্থিত এবং নিয়মিতভাবে চাঁদ পর্যবেক্ষণ করে।
কখন চাঁদের ছবি তোলা হয়?
মঙ্গলবার (২৭ মে) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময়:
সকাল ৭টা ৫ মিনিট
সকাল ১১টা
দুপুর ৩টা ১৫ মিনিট
— এই তিনটি সময় চাঁদের আলাদা তিনটি ছবি তোলা হয়।
এরপর আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে সন্ধ্যার পর চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করে।
সৌদি আরবেও চাঁদ দেখা গেছে
শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, সৌদি আরবেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঈদুল আজহার তারিখ
৫ জুন ২০২৫: আরাফাতের দিন (৯ জিলহজ)
৬ জুন ২০২৫: ঈদুল আজহা (১০ জিলহজ)
দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট Inside the Haramain জানিয়েছে, বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। ৯ জিলহজে (৫ জুন) মুসল্লিরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন, আর ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা ২০২৫।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।