প্রকাশ্যে নায়িকার সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন কেশরী লাল যাদব

কেশরী লাল যাদব

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়ই ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হয়ে থাকে। বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি তারকারা নেহাতই অপরিচিত নয়। জনপ্রিয় কিছু প্রথম সারির ভোজপুরি তারকাদের মধ্যে অন্যতম হলেন কেশরী লাল যাদব। তিনি একজন ভালো গায়ক হওয়ার পাশাপাশি নায়কও বটে। নাচেও তার জুড়ি মেলা ভার।

কেশরী লাল যাদব

একথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। ভোজপুরি দর্শকদের মাঝে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। সম্প্রতি তারই একটি গানের মিউজিক ভিডিও পুনরায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাম্প্রতিক যে মিউজিক ভিডিওর সূত্র ধরে নেটমহলে নেটনাগরিকদের মাঝে চর্চায় কেশরী লাল যাদব, সেটি ‘পিআরএ ফিল্মস্’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ৪ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই কেশরী লাল যাদবের এই গানের ভিডিওটি পৌঁছে গিয়েছে ৪০ লাখের কাছাকাছি মানুষের কাছে। ভাইরাল হওয়া ভিডিওতে ‘বালাম কে বুদ্ধি’ গানটি গাইতে শোনা গিয়েছে কেশরী লাল যাদবকে, যা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে ভোজপুরি দর্শকদের মাঝেও। সেকথা অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।

#Video - बलमा के बुद्धि - #Khesari Lal Yadav - Balma Ke Budhi - New Bhojpuri Song 2022

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে কেশরী লাল যাদবকে ভোজপুরি ইন্ডাস্ট্রির এক নতুন মুখের সাথে দেখা গিয়েছে। খোলা আকাশের নীচে একেবারে বানানো একটি সেটের মাঝেই এই মিউজিক ভিডিওটা বানিয়েছেন তারা।

খোঁজ মিলল ৩৮ কোটি বছর আগের বিশ্বের আদিমতম হৃত্‍‍‌পিণ্ডের

উল্লেখ্য গানের কথা দিয়েছিলেন প্রয়াত শ্রী শ্যাম দেহাতি। সুর দিয়েছেন আর্য শর্মা। গোটা মিউজিক ভিডিওটি প্রডিউস করেছেন রাজীব রঞ্জন সিং। আপাতত কেশরী লাল যাদব নিজের এই গানের ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় রয়েছেন।