আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনে কুরআন পোড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিকে ইরাকে এনে তাকে বিচারের সম্মুখীন করার নির্দেশ দিয়েছে ইরাকের বিচার বিভাগ।
ইরাক থেকে পালিয়ে সুইডেনে আশ্রয় গ্রহণকারী সালওয়ান মুমিকা পবিত্র ঈদুল আজহার দিনে সুইডিশ সরকারের অনুমতি নিয়ে পবিত্র কুরআন ছিড়ে তাতে আগুন দিয়েছে। এরপর থেকেই সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে। কুরআন অবমাননার বিরুদ্ধে ইরাকেও বিক্ষোভ হয়েছে এবং সুইডেন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে।
কুরআন অবমাননার পর ইরাকের বিচার বিভাগের সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান ফায়িক জিদান সেদেশের ফৌজদারি আইনের ১৪ ধারার ভিত্তিতে একটি রায় ঘোষণা করেছেন। এতে বলা হয়েছে, সুইডেনে যে ব্যক্তি পবিত্র কুরআনের অবমাননা করেছে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং আইন অনুযায়ী বিচার করতে হবে।
তিনি সুইডেন থেকে অবমাননাকারী ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদালতে নির্দেশ দেন।
এর আগে ইরাকের সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে। ইরাক ছাড়াও সারা বিশ্বের মুসলমানেরা সুইডেন সরকারের সহযোগিতায় কুরআন অবমাননার তীব্র প্রতিবাদ ও সুইডেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।