বিনোদন ডেস্ক : এ আর রহমান। এমন একটি নাম, যার কোনও পরিচয়ের প্রয়োজন পড়ে নাম। বিশ্বব্যাপী প্রশংসিত ভারতীয় কিংবদন্তী সঙ্গীতশিল্পী। একাধিক কালজয়ী ক্লাসিক। তিন দশকের অসাধারণ এক কেরিয়ারগ্রাফ! দু-দুটো অ্যাকাডেমি পুরস্কার, দু’টি গ্র্যামি, ছ’টি জাতীয় পুরস্কার, পদ্মভূষণসহ আরও অনেক সম্মান অর্জন করে ফেলেছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক। শুধু তা-ই নয় ডিএনএ এবং সর্বজনীনভাবে উপলব্ধ তথ্য অনুসারে, এ আর রহমান দেশের অন্যতম ধনী গায়ক, যাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১৭২৮ কোটি টাকা!
সাতান্ন বছর বয়সী সংগীতশিল্পী, ভারতের সঙ্গীতকে বিশ্বব্যাপী মঞ্চে নিয়ে গিয়েছেন। বাবা, আর কে শেখর ছিলেন ফিল্ম মিউজিক কম্পোজার। মাত্র চার বছর বয়সে রহমান তাঁর বাবার সঙ্গে মিউজিক কম্পোজিংয়ে সহযোগীর দায়িত্ব নেন। বাবার মৃত্যুর পর, রহমান সঙ্গীতে মনোযোগ দেওয়ার জন্য স্কুল ছেড়ে দেন। তিনি মাস্টার ধনরাজের কাছে তালিম নেওয়া শুরু করেন। ১১ বছর বয়সে মালয়ালম সুরকার এমকে অর্জুনানের অর্কেস্ট্রাতে যোগ দেন। খুব দ্রুতই, তিনি ইলাইয়ারাজা এবং রমেশ নাইডুর মতো বিখ্যাত সুরকারদের সঙ্গে কাজ শুরু করেন।
রহমানের বড় ব্রেক ১৯৯২ সালে। ফিল্ম নির্মাতা-প্রযোজক মণি রত্নম তামিল ছবি ‘রোজা’র জন্য সুর করার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি রহমানকে। আজ, তিনি দেশের অন্যতম ধনী গায়ক।
কিন্তু আপনি কি জানেন এ আর রহমান তাঁর প্রথম মাইনে হিসেবে কত টাকা পেয়েছেন?
তিন দশকের বর্ণাঢ্য কেরিয়ারে, এ আর রহমান ১৪৫টিরও বেশি ফিল্মে (হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, ইংরেজি এবং অন্যান্য ভাষায়) গান এবং সুর করেছেন। সর্বভারতীয় পত্রিকায় একটি পুরানো সাক্ষাত্কারে, রহমান বলেন, ‘‘আমি স্কুলে থাকাকালীন কাজ শুরু করেছিলাম।আমার প্রথম বেতন ছিল ৫০ টাকা, একজন রেকর্ড প্লেয়ার হিসেবে কাজ করে উপার্জন করেছিলাম’’
বর্তমানে এ আর রহমানের পারিশ্রমিক ঠিক কত?
দেশের অন্যতম ধনী গায়ক হওয়ার পাশাপাশি, ভারতের সর্বোচ্চ উপার্জন গায়কের খেতাবও রহমানের। দেশের বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট অনুসারে এ আর রহমাব প্রতিটি গানের জন্য প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন। যা দেশের অন্যান্য গায়ক-গায়িকাদের তুলনায় ১২-১৫ গুণ। রহমানের এত টাকা নেওয়ার কারণ হল, অন্য কোনও সুরকার যেন গান না গাইতে বলেন। সাধারণত তিনি নিজের সুরেই নিজে গান করেন। কিন্তু, যদি কেউ তাঁকে অন্যের সুরে গান গাওয়ার অনুরোধ করেন তাহলে ওই পরিমাণ টাকা নেন রহমান। লাইভ পারফরম্যান্সের জন্য, তাঁর পারিশ্রমিক ১-২ কোটি। শুধু তা-ই নয়, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে যে উপার্জন রহমান করেন তার পরিমাণও কম নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।