‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ ম্যাচে সমর্থকদের প্রতি রোনালদোর বিশেষ আহবান

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে পর্তুগালের। বাঁচামরার লড়াই। আজ মঙ্গলবার (২৯ মার্চ) নর্থ মেসিডোনিয়ার কাছে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালটা কোনোমতে হেরে বসলেই বিদায় হয়ে যাবে পর্তুগালের। তাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপটাও খেলা হবে না।

এদিকে তুরস্ক বাধা পেরুনোর দিন ইতালি ছিটকে পড়ায় বিশ্বকাপের পথে অনেক বেশি ফেভারিট ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে ইতালিকে বিদায় করে দেওয়া নর্থ মেসিডোনিয়াকে হালকা করে নেওয়ার যে সুযোগ নেই সেটা বারবার করে উচ্চারণ করছেন রোনালদো। বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে গ্যালারি ভর্তি দর্শকদের কাছ থেকে তীব্র সমর্থন প্রত্যাশা করছেন তিনি। সেজন্য বিশেষ আহবান জানিয়েছেন এই তারকা।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রান পৌনে একটায় পোর্তোয় নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে প্লে অফের ফাইনালে নামবে পর্তুগাল। ম্যাচটি জিতলেই সকল শঙ্কার মেঘ দূর করে কাতারের যাওয়া নিশ্চিত হয়ে যাবে রোনালদোদের।

গত বৃহস্পতিবার প্লে অফের সেমি-ফাইনালে তুরস্ককে ৩-১ গোলে হারায় পর্তুগাল। ওইদিন আরেক সেমিতে নর্থ মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

ইতালি ফাইনালে না এলেও কাজটা যে সহজ হবে না টের পাচ্ছেন রোনালদো। ঘরের মাঠে এই ম্যাচে তাই ভক্ত-সমর্থকদের কাছে তার মাঠ কাঁপিয়ে চিৎকার করার আহবান, ‘ভক্তদের প্রতি আহবান, তারা যেন প্রতিপক্ষকে আওয়াজ দিয়ে একদম নিস্তেজ করে দেয়।’

খেলার আগেই জাতীয় সঙ্গীত থেকে তেতে উঠার বারুদ চান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার, ‘সবাইকে মনে রাখতে হবে এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি গত রাতে ভাবছিলাম ম্যাচের আগে আমাদের জাতীয় সঙ্গীত স্পিকারে না বাজিয়ে দর্শকদের দিয়ে গাওয়ানো হোক। তাতে করে আমাদের আবেগ বেড়ে যাবে, আমাদের শক্তি বেড়ে যাবে। এবং বিশ্বকাপের লক্ষ্যে পৌঁছা যাবে। ভক্তরা যদি নিজেদের সপ্রতিভ থাকেন তাহলে আমরাই জিতব।’

বড় দল হিসেবে চাপটা পর্তুগিজদের উপরই বেশি। নর্থ মেসিডোনিয়ার সেক্ষেত্রে হারানোর কিছু নেই, পাওয়ার আছে অনেক। তবে রোনালদো মনে করছেন চাপ সবার জন্যই সমান, সেই চাপ সামলে জয় হবে তাদেরই, ‘চাপ সবার জন্যই সমান। প্রতিপক্ষ কে সেটা বিষয় না। পর্তুগাল যদি নিজেদের সেরা খেলাটা খেলে তাহলে বিশ্বের যেকোনো দলকেই আমরা হারাব। কাজেই ভক্তদের বলছি আমাদের তীব্র সমর্থন দরকার।’