জুমবাংলা ডেস্ক : ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকার সময় আর্থিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে অসত্য, স্ববিরোধী বক্তব্য দিয়েছে ইউনূস সেন্টার। গতকাল সোমবার এমনটাই দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আখতার। গ্রামীণ ব্যাংক যে অভিযোগ করেছে, তা দুদক কিংবা আদালতে গিয়ে ড. ইউনূসকে মিথ্যা প্রমাণ করে দেখাতে বলেছেন এই আইনজীবী।
মুহাম্মদ ইউনূস ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে গত ২৬ মে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেয় গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ।
৩০ মে এই অভিযোগের ব্যাখ্যায় বলা হয়, ড. ইউনূসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন, মিথ্যা। তিনি কোনো আইন ভঙ্গ করেননি।
গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে দাঁড়িয়ে ইউনূস সেন্টারের বক্তব্যের প্রতিবাদ জানান গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আখতার। মাসুদ আখতারের বক্তব্যের পর একই স্থানে বক্তব্য দেন ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।
অভিজ্ঞতা ছাড়াই ৬০ হাজার টাকা বেতনে চাকরি দেবে ট্রাস্ট ব্যাংক
তিনি সাংবাদিকদের বলেন, ‘একটা বিশেষ গোষ্ঠী সরকারের ওপর ভর করেছে। এর সঙ্গে আন্তর্জাতিক একটা গোষ্ঠীও আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।