স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে প্রত্যাখ্যান করে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়েই থাকছেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল ঘোষণা এসেছে এমবাপ্পে ও পিএসজির মধ্যকার তিন বছরের নতুন চুক্তির। স্পেনের লা লিগা কতৃপক্ষ এক বিবৃতিতে এমবাপ্পের সঙ্গে পিএসজির এই চুক্তিকে ‘কলঙ্কজনক’ বলে আখ্যায়িত করেছে।
এই চুক্তির জন্য পিএসজির বিপক্ষে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) এবং ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবে লা লিগা।
বিবৃতিতে লা লিগা বলেছে, ‘এই ধরনের চুক্তি ইউরোপিয়ান ফুটবলের ভারসাম্য নষ্ট করে। শত শত কাজের জায়গা এবং ক্রীড়াসুলভ ঐক্য এখানে হুমকির মুখে পড়ে। শুধু ইউরোপেই না ঘরোয়া লিগেও এর প্রভাব থাকে। ’
এদিকে, এমবাপ্পেকে ধরে রাখতে পেরে আনন্দের জোয়ার বইছে পিএসজি শিবিরে। বিশ্বকাপজয়ী এই তারকা ২০২৫ সাল পর্যন্ত ফ্রেঞ্চ ক্লাবটিতেই থাকবেন। চুক্তি বৃদ্ধির পর এমবাপ্পে বলেছেন, ‘পিএসজির সঙ্গে এই দুঃসাহসিক কাজ চালিয়ে যেতে আমি খুশি। আমার শহর প্যারিসে থাকতে পেরে আমি খুশি। আশা করি আপনাদের সবার সাথে যা করতে পছন্দ করি তা চালিয়ে যেতে পারবো এবং একসঙ্গে শিরোপা জিতব। অসংখ্য ধন্যবাদ। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।