বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা

জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (অনার্স) পর্যায়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির তারিখ নির্ধারণ করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান।

বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ আগস্ট। এ বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এছাড়াও সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি ধারার (জিএসটি) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ সেপ্টেম্বর, ১০ সেপ্টেম্বর এবং ১৭ সেপ্টেম্বর।

কিউএস র‍্যাংকিংয়ে এগিয়েছে ঢাবি ও বুয়েট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বৈঠকের পর এসব তথ্য জানান।

তিনি বলেন, গত শিক্ষাবর্ষে জিএসটিতে (জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি) ২০টি বিশ্ববিদ্যালয় অংশ নিলেও এবার এ সংখ্যা ২৩টি হতে পারে।

এবার ৩২ সরকারি বিশ্ববিদ্যালয়ে হবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা