জুমবাংলা ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস মিয়া ওরফে ইলিয়াস হোসেন সবুজের ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুমিল্লার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এপিপি মো. জাকির হোসেন।
তিনি বলেন, দুপুরে এ রায় ঘোষণা করা হয়। এ সময় ইলিয়াস উপস্থিত ছিলেন না। তাকে কোনো অর্থদণ্ড দেয়া হয়নি। মোট ১২ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এর আগে ২০১৫ খ্রিষ্টাব্দের ২৪ এপ্রিল সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ইলিয়াসকে আটক করে র্যাব-১১ এর সদস্যরা।
প্রসঙ্গত, ইলিয়াস হোসেন সবুজ ওরফে ইলিয়াস মিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তিনি ২০১৭ খ্রিষ্টাব্দের ২৮ মে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পান। সর্বশেষ ২০২৩ খ্রিষ্টাব্দের ৬ মার্চ মেয়াদোত্তীর্ণ ইলিয়াস-মাজেদ কমিটি বিলুপ্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।