পুরুষ সঙ্গীকে বিয়ে করলেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান

স্যাম অল্টম্যান

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ চাকরি হারিয়ে আলোচনায় এসেছিলেন মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। এবার আলোচনায় আসলে বিয়ে করে। পুরুষ সঙ্গী অলিভার মুলহেরিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

স্যাম অল্টম্যান

স্যাম অল্টম্যান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পামগাছে ঘেরা একটি জায়গায় অল্টম্যান ও মুলহেরিনকে আংটি পরিয়ে দিয়েছেন। ওই অনুষ্ঠানে ১২ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন। তবে সমুদ্রতীরবর্তী ওই অনুষ্ঠানস্থলের নাম প্রকাশ করা হয়নি।

নতুন শিক্ষাক্রমের ‘বেশ কিছু’ পরিবর্তন করতে হবে : নওফেল

মুলহেরিন অস্ট্রেলীয় বংশোদ্ভূত। তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী। গত বছর অল্টম্যান ও মুলহেরিনকে একসঙ্গে হোয়াইট হাউসে একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিতে দেখা যায়।