আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জম্মু ও কাশ্মিরে এই হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদির পাঠানো আমন্ত্রণ গ্রহণ করে শিগগিরই ভারত সফরে আসার কথা জানিয়েছেন পুতিন।
সোমবার (৫ মে) এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লেখেন, “প্রেসিডেন্ট পুতিন আজ প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে পেহেলগামের সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়া সম্পূর্ণ সমর্থন দিয়ে যাবে।”
রণধীর জয়সওয়াল আরও জানান, এই ফোনালাপে দুই নেতা ভারত-রাশিয়ার মধ্যে বিশেষ এবং পারস্পরিক স্বার্থ-সংবলিত কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকেও এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তারা জানায়, প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণ আন্তরিকভাবে গ্রহণ করেছেন প্রেসিডেন্ট পুতিন এবং তিনি ভারত সফর করবেন।
প্রসঙ্গত, পেহেলগামের ওই সন্ত্রাসী হামলায় স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে অন্তত ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করা হয়। এই হামলার পর দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।