আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার গ্যাস উৎপাদনকারী জায়ান্ট গ্যাজপ্রমকে রুবলে গ্যাস বিক্রির নির্দেশ দিয়েছেন।
শুক্রবার এমন খবর জানিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।
গত সপ্তাহে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় পুতিন জানান, তিনি নির্দেশ দিবেন যারা রাশিয়ার বন্ধু নয়, তাদের রাশিয়ার গ্যাস কিনতে হলে সেই গ্যাসের অর্থ পরিশোধ করতে হবে রাশিয়ান রুবলে।
শুক্রবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভকে জিজ্ঞেস করা হয়, পুতিন রুবলে গ্যাসের অর্থ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি দেশগুলো রুবলে গ্যাস না কেনে, তাহলে কি তারা গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে কি না?
যেসব ইস্যুতে ইউক্রেন ও রাশিয়ার সমঝোতার ইঙ্গিত
এমন প্রশ্নের উত্তর সরাসরি দেননি দিমিত্রি পেসকোভ। তিনি বলেছেন, গ্যাজপ্রমকে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন লেনদেন যেন রুবলে করা হয়।
তিনি আরও বলেন, এক সপ্তাহের মধ্যে অথবা যে চারদিন বাকি আছে গ্যাসপ্রমকে প্রযুক্তিগতভাবে এবং যৌক্তিকভাবে এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যেটি সবাই বুঝবে।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।