আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ইরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তবে কবে নাগাদ এ সফর হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
পুতিনের ইরান সফর এবং শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র বলেন, সঠিক সময়েই তিনি ইরান সফর করবেন।
এদিকে, আস্তানা সম্মেলনের মতো একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইরান; সেখানেই পুতিন অংশ নেবেন বলে জানা গেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার (২৩ জুন) রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনেও তেহরানে ইরান, রাশিয়া ও তুরস্কের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় সম্মেলনের পরিকল্পনার কথা বলেছেন। মহামারি ছড়িয়ে পড়ার আগেই এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে কয়েক দফা এ সম্মেলন স্থগিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।