আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংকে এবার কাঠগড়ায় দাঁড় করালেন রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন। পুতিন কল্পকাহিনী রচয়িতা ‘হ্যারি পটার’ খ্যাত রাউলিংয়ের বিরুদ্ধে রুশ সংস্কৃতি বাতিলে কাজ করার অভিযোগ এনেছেন।
পুতিন বলেন, ‘আজ তারা আমাদের হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি ধ্বংস করতে চায়। আমি রাশিয়ার প্রগতির বিপক্ষে যায় এমন সবকিছুর বিরুদ্ধে কথা বলছি।’
এসময় কীভাবে পশ্চিমারা রাশিয়ার সংস্কৃতি বাতিল করতে চায় তার প্রমাণ দিতে গিয়েই জে কে রাউলিংয়ের উদাহরণ টেনে আনেন পুতিন। বলেন, ‘তিনি লৈঙ্গিক অধিকার নিয়ে একদমই সন্তুষ্ট নন।’
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।