জুমবাংলা ডেস্ক ; নিত্যপ্রয়োজনী পণ্য পেঁয়াজের দাম বাজারে খানিকটা কমে এসেছে। এর সঙ্গে সমন্বয় করে পণ্যটির দাম কমিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। এর ফলে আজ রবিবার, ২৭ মার্চ থেকে ভোক্তারা ২০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারবেন। এত দিন প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি করেছে সরকারের এ সংস্থাটি।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার দাম কমানোর বিষয়ে জানানো হয়। টিসিবি জানিয়েছে, বাজারের বর্তমান দরের সঙ্গে সমন্বয় করে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের কেজিতে ১০ টাকা কমানো হয়েছে। অথাৎ এখন থেকে ক্রেতারা প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় কিনতে পারবেন।
বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, অন্যান্য পণ্য আগের দামেই বিক্রি করা হবে। বর্তমানে রাজধানী ঢাকায় টিসিবির ট্রাক থেকে ২ কেজি করে তেল, চিনি, মশুর ডাল, পেঁয়াজ, ছোলা এবং ১ কেজি খেঁজুর কিনতে পারছেন ক্রেতারা। এ ছাড়া ঢাকার বাইরের ক্রেতারা খেজুর ছাড়া অন্য পণ্যগুলো কিনতে পারছেন।
অন্যান্য পণ্যের মধ্যে প্রতি লিটার তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা, ছোলা ৫০ টাকা এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।