স্পোর্টস ডেস্ক : ১৯৬২ ফিফা বিশ্বকাপের পর থেকে, এখন পর্যন্ত প্রতিটি সংস্করণে একটি অফিসিয়াল থিম সং করা রয়েছে। যা সারা বিশ্বের ভক্তদের জন্য একটি দারুণ আকর্ষণ।
ফিফা বিশ্বকাপের কিছু জনপ্রিয় থিম সংয়ের মধ্যে রয়েছে লা কোপা দে লা ভিদা বা দ্য কাপ অব লাইফ অব দ্য। ১৯৯৮ বিশ্বকাপে নব্বইয়ের দশকের পপ তারকা রিকি মার্টিন গানটি গেয়েছেন। আর ওয়াকা ওয়াকা ২০১০ সালের বিশ্বকাপে গেয়েছেন শাকিরা।
গোল ডটকমের খবরে জানা গেছে, আসন্ন ২০২২ বিশ্বকাপের থিম সং হল হায়া হায়া, যা গেয়েছেন ত্রিনিদাদ কার্ডোনা, ডেভিডো ও আইশা।
প্ৰথমবার ফিফা বিশ্বকাপের থিম সং একাধিক গানকে মিলিয়ে তৈরি করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা এক সঙ্গে গেয়েছেন। যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিনিদাদ কর্ডোনা ও আফ্রো বিটস আইকন দাবিদো এবং কাতারের প্রখ্যাত মিউজিশিয়ান আইশা গানটি গেয়েছেন।
কাতার বিশ্বকাপের থিম সং এরই মধ্যে আলোড়ন তুলেছে। আগামী ২১ নভেম্বর কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। এখন পর্যন্ত ২৯টি দল মূলপর্বে খেলা নিশ্চিত করেছে।
শচীন কন্যা এই ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, যাচ্ছেন রাতের পার্টিতেও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।