জুমবাংলা ডেস্ক : আমরা সবাই জানি যে বর্তমান সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এমতাবস্থায়, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু প্রশ্ন, যার সম্পর্কে আপনি হয়ত আগে কখনও শোনেননি।
১) প্রশ্নঃ বিখ্যাত জাহাজ টাইটানিক (Titanic) জাহাজ কোন দেশের ছিল?
উত্তরঃ টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী সামুদ্রিক জাহাজ ছিল, যা ১৯১২ সালে প্রথম যাত্রাতেই হিমশৈলের সঙ্গে সংঘর্ষে অ্যাটলান্টিক মহাসাগরে ডুবে যায়।
২) প্রশ্নঃ ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম ছিল?
উত্তরঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ছদ্মনাম ছিল ভানু সিংহ।
৩) প্রশ্নঃ ১৯৩৯ সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষ চন্দ্র বসু (Subhash Chandra Bose) কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ ফরোয়ার্ড ব্লক।
৪) প্রশ্নঃ কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়?
উত্তরঃ ৮ই মার্চ।
৫) প্রশ্নঃ ভারতের জাতীয় জলজ প্রাণী (National Aquatic Animal Of India) কোনটি?
উত্তরঃ গাঙ্গেয় ডলফিন।
৬) প্রশ্নঃ মানবদেহের কোন গ্রন্থিকে ‘মাস্টার গ্ল্যান্ড’ বলা হয়?
উত্তরঃ পিটুইটারি গ্রন্থি (Pituitary Gland)।
৭) প্রশ্নঃ ভারতে প্রথম ট্রেন (Train) কোথা থেকে কোথায় চলে?
উত্তরঃ ১৮৫৩ সালে বোম্বে (বর্তমান মুম্বাই) থেকে থানা।
৮) প্রশ্নঃ ভারতে প্রথমবারের মতো মেট্রো রেল পরিষেবা কোন শহরে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৯৮৪ সালে চালু হওয়া কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো রেল (Metro Rail) পরিষেবা।
৯) প্রশ্নঃ রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer)।
১০) প্রশ্নঃ মানুষের কোন জিনিসটা রকেটের থেকেও স্পিডে চলে?
উত্তরঃ কল্পনাশক্তি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।