জুমবাংলা ডেস্ক : রাফসান দ্য ছোট ভাই নামে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অনুমোদনহীন এনার্জি ড্রিংকস “ব্লু” বাজারজাত করার অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৩ জুন) এ পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর।
খাদ্য পরিদর্শক কামরুল হাসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান। আবেদনে তিনি বলেন, “ব্লু-এর কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়।”
ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকসের অননুমোদিত একটি কারখানায় গত ২৪ এপ্রিল অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে নিবন্ধন ব্যতীত ইলেক্ট্রোলাইট ড্রিংক পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের মধ্যে রাফসান দ্য ছোট ভাই অন্যতম । সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখ লাখ অনুসারী রয়েছে।
‘কমলা নৃত্য করে থমকাইয়া থমকাইয়া’ গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্টের আয়ের অর্থ দিয়ে তিনি একটি গাড়ি কিনে মা–বাবাকে উপহার দেন। তবে বাবার ব্যাংকঋণ থাকায় এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা সৃষ্টি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।