জুমবাংলা ডেস্ক : বসন্তে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকছে। এ মাসে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে দেশের দুটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গ্রামাঞ্চলে সকালের দিকে ঘন কুয়াশা থাকছে। তবে দিনের বেলায় গরম বাড়ছে। এই মাসে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। মার্চ মাসে তাপপ্রবাহ হতে পারে।
Realme Narzo N65 5G: দুর্দান্ত ফিচারের ফোনটিতে চলছে বিশাল অফার!
এদিকে, সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, শ্রীমঙ্গলে ১৬.৫, রংপুরে ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।