বিনোদন ডেস্ক : সিনেমা জগতে পা রেখেছেন খুব ছোটবেলায়ই। এরপর হাঁটি-হাঁটি পা-পা করে এখন বাংলা সিনেমার অন্যতম নায়িকা তিনি। পূজা চেরি। খুব কম সময়ে দর্শকমহলে তৈরি করে নিয়েছেন নিজের জায়গা। বিজ্ঞাপন দিয়ে শোবিজ পাড়ায় পা রাখেন। ক্লাস ফোরে থাকতে একটি ফ্যাশন শো-র প্রোগ্রামে তাকে প্রথম দেখে নির্মাতার পছন্দ হয়। এরপরই তার সিনেমার পথচলা শুরু।
প্রথম সিনেমাতেই জাজ মাল্টিমিডিয়ার মতো বড় প্রযোজনার সঙ্গে কাজ করেছেন পূজা। নূরজাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছিল কলকাতার রাজ চক্রবর্তীর হাউস রাজ চক্রবর্তী প্রোডাকশন।
এবার আবারও সেই রাজের সঙ্গে দেখা মিলল পূজা চেরির। তবে সাক্ষাতে সেলফি তুলতে মিস করেননি এই দুই দেশের তারকা। সম্প্রতি ভারতে অবস্থান করছেন পূজা চেরি। আর সেখানেই রাজের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন পূজা চেরি।
এ সময় রাজকে ধন্যবাদ জানিয়েছেন পূজা। তবে যেহেতু রাজের সঙ্গে আবারও দেখা মিলেছে পূজার, তাই অনেকেই ধারণা করছেন, রাজের সঙ্গে নতুন কোনো প্রজেক্টে দেখা যেতে পারে পূজাকে। যদিও এ বিষয়ে পূজা বা রাজ এখনো কিছু জানাননি।
ভালোবাসার রং, তবুও ভালোবাসি, অগ্নি, ব্ল্যাকমেইল, কৃষ্ণপক্ষ বা বাদশা-দ্য ডন এসব সিনেমাতেই শিশুশিল্পী হয়ে হাজির হয়েছিলেন পূজা। তবে কিশোরী চরিত্র থেকে এখন তিনি নায়িকা। সিনেমায় তার পথচলাটা ১০ বছরের হলেও তার প্রাপ্তির সংখ্যাটা বেশ বড়।
গোপনে বিয়ে সারছিলেন ব্রিটনি, নিমন্ত্রণ ছাড়াই হাজির সাবেক স্বামী
বক্স অফিসে উপহার দিয়েছেন বেশ কয়েকটি সুপার হিট সিনেমা। বর্তমানে তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। ক্যারিয়ারের কম সময়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেয়া বলতে গেলেই তিনিই কনিষ্ঠ অভিনেত্রী। পূজার মুক্তি পাওয়ার তালিকায় রয়েছে হৃদিতা, জিন, প্রেম আমার টু, ক্যাশ, মাসুদরানাসহ বিগ বাজেটের সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।