জুমবাংলা ডেস্ক : নরসিংদীর শিবপুরের দুই জন কৃষক বেদেশি ফল চাষ করে ভাল ফলন পেয়েছে। ইতিমধ্যে এ ফল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বাজারে ভাল দাম পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। তাদেরকে দেখে অনেক কৃষক রাম্বুটান ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন।
সুত্রে জানা যায়, নরসিংদীর শিবপুরের অষ্টআনী গ্রামের বাসিন্দা প্রবাসী কৃষক জামাল উদ্দিন ও মজনু মিয়া। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় এ রাম্বুটান ফলের জম্ম। সেখানে ব্রুনাই থেকে রাম্বুটান ফলের বীজ নিয়ে আসেন দুইজন কৃষক। তারপর দুজনের পরিশ্রমের ফলে ১২টি গাছে ফলন পায়। বাজারে দাম ভাল পেলে লাভবান হতে পারবেন বলে আশা করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের মতে, বাণিজ্যিকভাবে এ ফল বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জাগায়। এ ফলের চারা দেড় থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর স্থানীয় বাজারে প্রতি কেজি ১০০০-১২০০ টাকায় বিক্রি করছেন চাষিরা। এ ফল অন্য কোথাও না থাকায় শিবপুর উপজেলার অষ্টআনী গ্রামে ভিড় জমাচ্ছে লোকজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।