সময়সূচির পরিবর্তন আনলো ভারতীয় ভিসা সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক : রমজানের জন্য বাংলাদেশিদের ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে সময়ে পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা আবেদন সেন্টার। আগামী ১২ মার্চ থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন সেন্টারে নতুন নিয়মে প্রতিবেশী দেশটিতে যেতে ভিসার আবেদন গ্রহণ করা হবে।

Indian Visa

শনিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, রমজানের জন্য আগামী ১২ মার্চ থেকে শুধুমাত্র রাজধানীর যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা সেন্টারে বিকেল ৩টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে।

রোজায় খেজুর খাওয়ার যত উপকারিতা

এছাড়া বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জিএফপি-তে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।