ব্যাট হাতে তাণ্ডব, মুশফিককে কাঁধে তুলে নিলেন ইউসুফ পাঠান

ইউসুফ পাঠান

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়েতে চলমান জিম-আফ্রো টি-টেন লিগে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ভারতীয় ব্যাটার ইউসুফ পাঠান। ধ্বংসাত্মক ফিফটিতে বুঝিয়ে দিলেন, এখনো অস্ত্র চালাতে ভোলেননি তিনি। শুক্রবার রাতে আসরের প্রথম কোয়ালিফায়ারে ইউসুফ কার্যত একাই জয় এনে দেন জোবার্গ বাফেলোসকে।

ইউসুফ পাঠান

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ডারবান কালান্দার্সের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ১ বল হাতে রেখেই পৌঁছে যায় বাফেলোস। ৫৭ রানে ৪ উইকেট পড়ার পর ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে উইকেটে আসেন মুশফিকুর রহীম। তখনো ২৯ বলে দরকার ৮৪ রান তাদের। শেষ তিন ওভারের জয়ের জন্য ৬৪ রান দরকার ছিল বাফেলোসের। এরপর ইনিংসের অষ্টম ওভারে ইউসুফ পাঠানের ৩ ছক্কা ও এক চারে আসে ২৫ রান।

দুই ওভারে লক্ষ্য দাঁড়ায় ৩৯ রান। এরপর ব্রাড ইভান্সের ওভারে দুই ওভার বাউন্ডারি ও এক বাউন্ডারিতে ১৯ রান তুলেন পাঠান। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন মুশফিক। এরপর স্ট্রাইকে যান পাঠান।

অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে বড় খেসারত দিতে হয় শাহরুখকে!

এরপর ৬, ৪, ৬ ও ৪-এর মারে এক বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন পাঠান। এই জয়ে ফাইনাল নিশ্চিত করে জোবার্গ বাফেলোস। শেষ পর্যন্ত ৫ চার ও ৮ ছক্কায় ২৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন পাঠান। আর ১৪ রানে অপরাজিত ছিলেন মুশি। ম্যাচ জিতিয়ে মুশফিককে কাঁধে তুলে নেন পাঠান। ফাইনালে মুশফিকদের প্রতিপক্ষ ওই ডারবান কালান্দার্সই।