আন্তর্জাতিক ডেস্ক : ১৮ লাখ ডলারে বিক্রি হলো একটি ফুলদানি! তবে এ কোনো সাধারণ ফুলদানি নয়। এটি আঠারো শতকে তৈরি একটি বিরল চীনা শিল্পকর্ম। বৃটেনের ড্রিওয়েটস হাউসে একে নিলামে তোলা হয়। নীল রঙের পাত্রটির চারদিকে সোনালী ছাপ আঁকা। এর দাম হাকা শুরু হয় ১ লাখ ৮৬ হাজার ডলার থেকে। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, ফুলদানির মালিক এটি তার বাবার থেকে পেয়েছেন। ১৯৮০ সালে তার বাবা কয়েক’শ পাউন্ড দিয়ে এটি কিনেছিলেন। কিন্তু তার বাবার কোনো ধারণা ছিল না এই ফুলদানিটি কত দামি হতে পারে। তাই তিনি এটিকে রান্নাঘরে ফেলে রেখেছিলেন। তবে একজন বিশেষজ্ঞ ওই ফুলদানিটি চিনতে পারেন।
এর গায়ে যেসব চিত্র আঁকা রয়েছে তা কিয়ানলং যুগের (১৭৩৬-১৭৯৫)। এটি কিয়ানলং রাজার কোর্টের জন্য তৈরি করা হয়েছিল। এটিকে নীল বর্ণ দিতে বিশেষ তাপ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এরপর এর উপরে সোনা ও রূপার ছাপ বসানো হয়েছে।
এই ধরনের রঙ তৈরিতে পাত্রটিকে প্রায় ২২০০ ডিগ্রি ফারেনহাইটে পোড়াতে হয়েছে। এই ধরনের পাত্রকে টিয়ানকিউপিং বলে চেনে চীনারা। তবে এই একই ধরনের নকশা আঁকা আর কোনো টিয়ানকিউপিং নেই বিশ্বে। এ দিক থেকে এটি অত্যন্ত বিরল একটি ফুলদানি।
এটি কিনতে আগ্রহ দেখায় হংকং, চীন, যুক্তরাষ্ট্র ও বৃটেনের ক্রেতারা। তবে কার কাছে এটি বিক্রি হয়েছে তা প্রকাশ করা হয়নি। গত বছরের মার্চ মাসে একটি বিরল নীল-সাদা চীনা পাত্র ৭ লাখ ২১ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।