বিনোদন ডেস্ক : যেখানে সবচেয়ে বেশি প্রত্যাশা সেখানেই সবচেয়ে বেশি ব্যথা। ভাঙা মনের যন্ত্রণা। তাতেই নিবিড় চুম্বন। ‘অ্যানিম্যাল’-এর দ্বিতীয় গানে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানার অনস্ক্রিন রসায়ন এভাবেই ক্যামেরার সামনে ধরা পড়ল। আর নিজের কণ্ঠের জাদুতে ফের একবার মুগ্ধ করলেন অরিজিৎ সিং।
গত ১১ অক্টোবর প্রকাশ্যে আসে ‘অ্যানিম্যাল’-এর (Animal) প্রথম গান ‘হুয়া ম্যায়’। তাতে বন্য প্রেমের আনন্দে বিভোর ছিল রণবীর-রশ্মিকার চরিত্র। তেমনই সুর রচনা করেছিলেন প্রীতম। তাঁর সঙ্গে গানটি গেয়েছিলেন রাঘব চৈতন্য। এবারের গানে বিরহের সুর। আর তাতে শ্রেয়াস পুরাণিকের সুরে গান গেয়েছেন অরিজিৎ।
‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার নতুন ছবি ‘অ্যানিম্যাল’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর (Ranbir Kapoor)। তাঁর সঙ্গেই দেখা যাবে রশ্মিকাকে। ছবির প্রথম ঝলকেই সাড়া ফেলে দিয়েছিলেন রণবীর। চোখেমুখে হিংস্রতার ছাপ নিয়ে একের পর এক হত্যা করতে দেখা গিয়েছে তাঁকে।
ছবিতে রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর। ববি দেওলকে দেখা গিয়েছে খল চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি, শক্তি কাপুর, সুরেশ ওবেরয় সৌরভ সচদেব। প্রথমে ১১ আগস্ট সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। পরে ডাবিংয়ের জন্য মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। আগামী পয়লা ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।