বিনোদন ডেস্ক : বেশকিছুদিন ধরে বলিউডে চর্চার বিষয় রণবীর সিং। তাঁর একটি নুড ফটোশ্যুট তাঁকে আইনি মামলায় জড়িয়ে দিয়েছে। কেউ তাঁর ফটোশ্যুটের সমর্থন জানিয়েছেন, আবার কেউ তীব্র নিন্দা করেছেন। তবে এসবের মাঝেই বাজিরাওকে নিয়ে অন্য হাওয়া বইছে বলির দুনিয়ায়।
বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে বলি ছেড়ে নাকি এবার হলিউডে পাড়ি দিচ্ছেন অভিনেতা। তাঁর স্ত্রী দীপিকা পাডুকোন যদিও অনেক আগেই সেখানে রাজত্ব শুরু করে দিয়েছেন। তাহলে কি এবার তাঁর পালা?
সূত্রের খবর, হলিউডের বিগ বাজেট অ্যাকশন সিরিজে একেবারে অন্য অবতারে অভিনয় করতে দেখা যাবে রণবীরকে। অ্যাকশন সুপারস্টার হয়েই হলিউডে ডেবিউ করছেন অভিনেতা। খবর সামনে আসতেই খুশির জোয়ারে ভাসচ্ছে তাঁর অনুরাগীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।